একদিকে যখন শাসক দলের বেশ কিছু নেতার আক্রমণের মুখে পড়েছেন নির্যাতিতার বাবা মা, অন্যদিকে তাতে পাশে থাকার বার্তা দিচ্ছেন বিজেপি নেতৃত্বরাও। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নির্যাতিতার বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রায় ঘণ্টাখানেক নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা হয় তার। সুকান্ত জানান, সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার বাবা। কেন্দ্রীয় মন্ত্রীর মারফৎ সিবিআই ডিরেক্টরের কাছে চিঠিও পাঠান তিনি এবং চিঠিতে সিবিআইয়ের তদন্তকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা। পরবর্তীতে রাজ্য পালের দরবারে তারা সুবিচারের প্রার্থনা করেন এমন ইঙ্গিতও প্রকাশ করেন নির্যাতিতার বাবা মা। সুকান্ত মজুমদার সব রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।