মধ্য প্রাচ্যে আবার অশান্তি। কেন্দ্রে ইসরায়েল। হেজবোল্লার হুঁশিয়ারি সত্ত্বেও, তাতে কার্যত পাত্তা না-দিয়ে লেবাননে এ বার সরাসরি এয়ারস্ট্রাইক শুরু করে দিল ইজরায়েল। লেবাননের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হেজবোল্লার দাবি, মঙ্গলবার পেজার-অ্যাটাকের পর বুধবার ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের চোরাগোপ্তা ‘টেকনিক্যাল’ হামলা চালিয়েছে হাজার হাজার ওয়্যারলেস এবং সোলার প্যানেলে। দু’দিনের ওই লাগাতার হামলায় প্রাণ যায় অন্তত ৯৩ জনের। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই এয়ারস্ট্রাইক এ প্রান গেছে হেজবোল্লার কমান্ডারের।
পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তাতে সরাসরি লেবানন আর ইসরায়েল যুদ্ধে জড়াতে পারে যেকোনও সময়ে।