সম্প্রতি রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার ‘অপরাধে’ পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যার ফলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ভারত। তবে মাথা নত করতে রাজি না ভারত। মোদীজি আগেই জানিয়েছেন দেশের স্বার্থ সবার আগে এবার আরো একধাপ এগিয়ে রাজনাথ আমেরিকাকে কড়া বার্তা দিলেন।তিনি বলেন, “বিশ্বশক্তি হিসাবে ভারতের উত্থানকে স্বাগত জানাতে রাজি নয় ‘সব কা বস’। বলা বাহুল্য নাম না করে আমেরিকাকে ‘সব কা বস’ বলেছেন রাজনাথ। তিনি আরো বলেন “কিন্তু ভারত যে গতিতে এগিয়ে চলেছে, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, কোনও বিশ্বশক্তিই আমাদের শক্তিশালী হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না।”প্রতিরক্ষা মন্ত্রীর এই বার্তা এই অবহে যথেষ্ট তাৎপর্য পূর্ন।মনে করছে রাজনৈতিক মহল।
ট্রাম্প সরকার কে শুল্ক যুদ্ধ নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজনাথ সিংহ।
RELATED ARTICLES