বুধবার হাড়োয়ায় ভোটের প্রচারে গিয়ে নিজের ‘হেরো মাল’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম। তিনি জানান, “আমি সবসময় নারীদের সম্মান দিয়েই কথা বলি। মেয়েদের আমি মাতৃরূপে দেখি।” ফিরহাদ আরও বলেন, ‘হেরো ভুত, হেরো মাল’—এই শব্দগুলো বিজেপিকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল।
নিজের ‘হেরো মাল’ শব্দের ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম!
RELATED ARTICLES