সম্প্রতি দিল্লি হাই কোর্ট রায় দিয়েছে যে দিল্লি-এনসিআরের সমস্ত পথকুকুরকে সরিয়ে ফেলতে হবে। তাদের রাখতে হবে নির্দিষ্ট আশ্রয়স্থলে। শুধু স্থায়ী আশ্রয় নয়, নির্বীজকরণের নির্দেশও দেওয়া হয়েছে। তারপরই ক্ষোভে ফেটে পড়েছে এনিম্যাল লাভাররা। রায় নিয়ে বিতর্ক শুরু হয়েছে নানা মহলে পশুপ্রেমীদের মিছিল বের হয় দিল্লির রাস্তায়। রায় নিয়ে মুখ খুলেছেন এবং বিরোধিতা করেছেন পশু প্রেমী এবং সমাজ কর্মী মানেকা গান্ধী।বহু বিখ্যাত সেলিব্রিটিরাও সরব হচ্ছেন এই সিদ্ধান্তর বিরুদ্ধে। জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান থেকে শুরু করে রবিনা ট্যান্ডন, জন আব্রাহাম এর মতো সেলিব্রিটি এই রায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাঁদের মতে, এই নির্দেশ পথ কুকুর দের বিপদে ফেললো। আগামী দিনে রায় আইনি পদক্ষেপ করে পথ কুকুর দের প্রান রক্ষা করার প্রাথমিক পক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে।