পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে ২৪৪টি ভোট পেয়ে ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আসিফ আলী জারদারি। এর আগে একবার পাকিস্তানের রাষ্ট্রপতি হয়েছিলেন জারদারি। আসিফ আলী জারদারিকে যৌথভাবে প্রার্থী করেছিল পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ। অনেকে বলছেন, নওয়াজ শরীফের সমর্থনই তাকে দ্বিতীয়বার রাষ্ট্রপতি করল। এর আগে ২০০৮ থেকে ২০১৩—অবধি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। বর্তমান প্রেসিডেন্ট ইমরান খান প্রধানমন্ত্রী হলে দুর্নীতির দায়ে তাকে জেলে পাঠ্যন্ত হতে হয়েছিল।