গত ছাব্বিশে জানুয়ারি, পশ্চিম মেদিনীপুরের বেলদার পটাশপুর পাহাড়িচকের নেতাজি তরুণ সংঘের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু।
সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করেন তিনি।
অভিযোগ, মালা পরানোর সময় অভিনেতার পায়ে ছিল চটি। আর তাতেই চটে যায় সাধারণ মানুষ।
ঘিরে ধরে বিক্ষোভ জানানো হয় অভিনেতার বিরুদ্ধে।
সূত্রের খবর, বিশ্বনাথ বসুর গাড়িও ভাঙা হয়।
ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনাও করেছেন অভিনেতা।
কিন্তু তাতেও থামেনি হেনস্থা। তাঁকে চূড়ান্ত হেনস্থা করা হয়।
ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত অভিনেতা।