প্রযোজক কেপি চৌধুরী আত্মহত্যা করেছেন। শোক স্তব্ধ গোটা দক্ষিনী ফিল্ম ইন্ডাস্ট্রি। গোয়ায় নিজের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ঘাটন হয়েছে বলে খবর। শোনা গেছে, কেপি চৌধুরী বেশ কিছুদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন।
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছবি ‘কাবালি’-র প্রযোজক ছিলেন কেপি চৌধুরী। তাছাড়াও বেশ কয়েকটি সফল চলচ্চিত্র প্রযোজনা করেছেন কেপি।
তামিল সিনেমায় তাঁকে অন্যতম ভূমিকার পাষাঙ্খসি কিছু সুপারহিট তেলুগু ছবি ও প্রযোজনা করেছেন তিনি।
২০১৯ সালে, তাঁকে মাদক মামলায় গ্রেপ্তারও করা হয়েছিল। তারপরে থেকেই মানসিকভাবে অনেকে ভেঙে পড়েছিলেন তিনি।
গত কয়েক মাস গোয়ার একটি ভাড়া বাড়িতে থাকতেন কেপি। সেখানেই তার জীবনে জবনিকা পতন হয়।
সূত্রে জানা গেছে তদন্ত।