রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সিদ্ধান্তর জেরে আগামী ২৭ আগস্ট থেকে ৫০ শতাংশ মার্কিন শুল্কের খাঁড়া ঝুলছে ভারতের উপর। এই সিদ্ধান্তর ফলে বড়ো অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারত
এই জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের দাদাগিরির দাওয়াই খুঁজতে সাত কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খুব সম্ভবত সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই উচ্চ পর্যায়ের মিটিং হতে চলেছে।আগেই প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কোনওভাবেই কৃষকদের স্বার্থের সঙ্গে আপস করা হবে না।সেক্ষত্রে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই উত্তরই খোঁজার চেষ্টা করা হবে এই বৈঠকে।