Saturday, May 10, 2025
Home আন্তর্জাতিক চিতাবাঘ কে পিটিয়ে মারলো জনতা

চিতাবাঘ কে পিটিয়ে মারলো জনতা

যোগী রাজ্য উত্তরপ্রদেশে একটি চিতাকে পিটিয়া মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে।সেখানে বনরক্ষীকে আক্রমণ করে ‘মানুষখেকো’ চিতাটি। গুরুতর আহত হন ওই বনরক্ষী জওয়ান। এরপরই একজোট হয়ে হামলাকারী চিতাকে পিটিয়ে মারে গ্রামবাসীরা। ঘটনা টি ঘটেছে উত্তর প্রদেশের বিজনোরে। ডিউটিরত বনরক্ষীর উপরে ঝাঁপিয়ে পড়ে চিতা তার মেয়ে কাছেই ছিলো সে চিৎকার করতে ছুটে আসেন গ্রামবাসীরা। কোনো রকমে প্রাণে বাঁচেন ওই গার্ড তারপরে তাদের মারে মৃত্যু হয় চিতার ।মৃত চিতার পোস্টমর্টেম হয়েছে। রেঞ্জার রজনীশ জানিয়েছেন, দপ্তরের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments