Saturday, December 21, 2024
Homeআন্তর্জাতিকবিদ্রোহী দের দখলে সিরিয়া! উধাও প্রেসিডেন্ট আসাদ!

বিদ্রোহী দের দখলে সিরিয়া! উধাও প্রেসিডেন্ট আসাদ!

রবিবার সকাল থেকে সিরিয়ার রাজধানী দামাস্কাসের বড় অংশ চলে যায় বিদ্রোহী বাহিনী দখলে। এর পর পালাতে এক প্রকার বাধ্য হন বাশার। এর পরই বিদ্রোহী গোষ্ঠীর ঘোষণা করে, ‘দামাস্কাস এখন আসাদ-মুক্ত’। এইভাবে আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনকালের অবসান হলো সিরিয়ায়।আল কায়দা-র সিরিয়ান শাখা থেকে জন্ম নেওয়া ইসলামী বিদ্রোহী জোট হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এই মুহূর্তে সিরিয়ার অন্তরবর্তী সরকার গড়ার পথে।একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, রবিবার দামাস্কাস ছেড়ে পালিয়ে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আবার রাডার থেকে তার বিমান উধাও হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার অনেকেই তার মৃত্যুর আশঙ্কা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments