রবিবার সকাল থেকে সিরিয়ার রাজধানী দামাস্কাসের বড় অংশ চলে যায় বিদ্রোহী বাহিনী দখলে। এর পর পালাতে এক প্রকার বাধ্য হন বাশার। এর পরই বিদ্রোহী গোষ্ঠীর ঘোষণা করে, ‘দামাস্কাস এখন আসাদ-মুক্ত’। এইভাবে আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনকালের অবসান হলো সিরিয়ায়।আল কায়দা-র সিরিয়ান শাখা থেকে জন্ম নেওয়া ইসলামী বিদ্রোহী জোট হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এই মুহূর্তে সিরিয়ার অন্তরবর্তী সরকার গড়ার পথে।একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, রবিবার দামাস্কাস ছেড়ে পালিয়ে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আবার রাডার থেকে তার বিমান উধাও হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার অনেকেই তার মৃত্যুর আশঙ্কা করছেন।
বিদ্রোহী দের দখলে সিরিয়া! উধাও প্রেসিডেন্ট আসাদ!
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on