Sunday, December 7, 2025
Home বাংলা ঘাটাল মাস্টার প্লান নিয়ে আশার কথা শোনালেন দেব

ঘাটাল মাস্টার প্লান নিয়ে আশার কথা শোনালেন দেব

দীর্ঘ কয়েক বছর ধরে আইনি জটিলতায় আটকে আছে ঘাটাল মাস্টার প্ল্যান। ফল ভুগতে হচ্ছে ঘাটালবাসিকে প্রতিবছর বন্যায় বিপর্যস্ত হয় ঘাটাল।শনিবার দুপুরে ঘাটালে পৌঁছন সাংসদ দীপক অধিকারী।ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বৈঠকে যোগ দেন তিনি।কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন ড্রেজ়িংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। যেখানে যেখানে ওয়াল তৈরি হবে সেই জমি চিহ্নিত করা হয়েছে। অনেকগুলো ব্রিজ তৈরি হবে। সেখানে সয়েল টেস্টিংয়ের কাজও শুরু হয়েছে। বেশ কিছু জমি ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। বাকিগুলিও কথা চলছে।এদিন আশার কথা শুনিয়ে তিনি বলেন সময়মতোই এই মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে বলে।শুধু মাস্টার প্ল্যান নয় ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে ‘ঘাটাল শিশু মেলা’ নিয়ে একটি বৈঠক করেন এদিন । শিশু মেলার কমিটি গঠনও করা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments