Saturday, January 31, 2026
Home বাংলা মালদার সভা থেকে বেলডাঙা কাণ্ডে সরব হলেন প্রধানমন্ত্রী!

মালদার সভা থেকে বেলডাঙা কাণ্ডে সরব হলেন প্রধানমন্ত্রী!

একদিকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক মৃত্যু ঘিরে যখন উত্তাল বেলডাঙা সহ গোটা মুর্শিদাবাদ অন্যদিকে পাশের জেলা মালদায় আজ সভা করলেন নরেন্দ্র মোদী। এদিন সভা থেকে বেলডাঙা কাণ্ডের উল্লেখ করেন তিনি মহিলা সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা করেন।মঞ্চ থেকে তিনি বললেন, “একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হল! তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে?” পাশাপাশি এই অশান্তির জন্য রাজ্য শাসক দলকে কাটগড়ায় তোলেন তিনি। বলেন মালদহ-মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। তৃণমূলের এই অত্যাচার শেষ হবে একদিন, পতন ঘটবে। বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’’ এদিন মোদীজির সভায় ভিড় ছিলো চোখে পড়ার মতো। সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে মোদীজির সভা রাজ্য বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments