Saturday, January 31, 2026
Home বাংলা সন্দেশখালী পরিদর্শন করে দিল্লীর পথে রাজ্য পাল

সন্দেশখালী পরিদর্শন করে দিল্লীর পথে রাজ্য পাল

সন্দেশ খালি যখন জ্বলছে রাজ্যপাল তখন কেরলে। একদিকে সন্দেশ খালি নিয়ে বিরোধী দলগুলির হুমকি অন্যদিকে অন্য দিকে ক্রমাগত ছড়াতে থাকা অশান্তি। সব দিকে নজর রেখে তড়িঘড়ি কেরল সফর কাটছাঁট করে বাংলায় ফিরেছেন রাজ্যপাল। সোমবার সকালে দমদম বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল বোস। সেখান থেকে তিনি সড়কপথে সোজা সন্দেশখালির উদ্দেশে রওনা দেন। সন্দেশ খালি পৌঁছে পরিস্থিতি খুঁটিয়ে দেখে এবং সাধারণ মানুষ দের অভাব অভিযোগ শুনে রীতিমতো চিন্তিত রাজ্য পাল সি ভি আনন্দ বোস।তারপর সন্দেশখালি থেকে ফিরেই সোজা দিল্লির পথে আনন্দ বোস। মনে করা হচ্ছে, সন্দেশখালি নিয়েই বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে পেশ করবেন তিনি।তারপর কেন্দ্র কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments