পন্ডিত ও অনিমেষ শাস্ত্রী
আজ সারা বাংলা মেতে উঠেছে সরস্বতী বন্দনায়, আমিও আছি, স্বপরিবারে, এ এক অন্য আবেগ অন্য অনুভূতি|আসলে বাংলা ও বাঙালীর সাথে দেবী সরস্বতীর সম্পর্ক প্রাণের সম্পর্ক, মনের সম্পর্ক কারন বুদ্ধি ও বিদ্যায় আমরা অনেকের থেকে এগিয়ে, আর শিল্প সাহিত্য সংস্কৃতিতে আমাদের অর্থাৎ বাঙালিদের স্থান আজ সারা বিশ্বে সমাদৃত|আর এখানেই লুকিয়ে আছে সরস্বতীকে নিয়ে আমাদের আবেগের প্রধান কারন|
দেবীর বাহন হংসও পরম জ্ঞান ও অমরত্বের প্রতীক, জ্ঞান যেমন গতিশীল ও সর্বত্র থাকতে পারে রাজ হংসও তাই, বিদ্যা ও সৃজনশীলতার প্রতীক সরস্বতী আমাদের ঘরের মেয়ে, আমাদের খুব কাছের|
যতই এগিয়ে যাক ভ্যালেন্টাইন্স ডে বাঙালির প্রেমের দিন কিন্তু এই দিনটা, এদিন কৈশোর থেকে যৌবনে পা রাখার প্রথম অনুভূতি হয় অনেকের, আর মেয়েদের শাড়ি পড়ার সূচনাও এই সরস্বতী পূজায়, তবে আমি বরাবরই বিশ্বাস করি শারীরিক বয়স কোনো বয়স না যদি মনের দিক থেকে আপনি তরুণ থাকেন,তাই যেকোনো বয়েসের যেকোনো মানুষই মেতে উঠতে পারেন সরস্বতী পুজো নিয়ে|
আজকের দিন শাস্ত্রীয় ভাবে বিদ্যার দেবীর আরাধনার দিন ঠিকই কিন্তু আজ তারুণ্য কে উদযাপন করার দিনও বটে… আজ মরশুমের প্রথম কুল খাওয়ারও দিন কারন পুরান মতে আজকের তিথিতে ব্যাসদেব তপস্যায় দেবী সরস্বতীকে সন্তুষ্ট করে কুল দিয়ে তার পুজো করেছিলেন|
আমার সব পাঠক ও অনুরাগীদের জানাই স্বরস্বতী পূজার অনেক শুভেচ্ছা|ভালো থাকুন আনন্দে থাকুন|আনন্দ হি কেবলম|