শুরু হলো এস আই আর। আজ থেকে বাড়ি বাড়ি ফর্ম বন্টন শুরু হচ্ছে। আজই এস আই আর এর বিরোধীতায় ধর্মতলায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোঁড়াসাকো পর্যন্ত এই মিছিলে হাঁটলেন মমতা ব্যানার্জী সাথে পা মেলালেন অভিষেক ব্যানার্জী সহ বহু নেতা নেত্রী এবং অসংখ্য সমর্থক।নাম না করে ইলেকশন কমিশনকে আক্রমণ করে দল নেত্রী বললেন, ‘কুর্সিবাবুকে প্রশ্ন, বাংলায় রোহিঙ্গা যদি আসে, কোথা থেকে আসে? নাগাল্য়ান্ড, ত্রিপুরা, অসমে এসআইআর হল না কেন? পাশাপাশি কেন্দ্র কে সমালোচনা করে তিনি বলেন হাজার টাকা দিয়ে আধার কার্ড তৈরি করিয়েছ, কিন্তু বলছ নাগরিকত্বের প্রতীক নয়! তৃণমূল সুপ্রিমোর সাথে সুর মিলিয়ে অভিষেক ব্যানার্জী বলেছেন ‘মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন এনআরসি করতে দেবেন না বলেছিলেন, ওরা পারেনি। আপনাদের বলছি, এসআইআর নিয়ে ভয় পাবেন না। তৃণমূলের সৈনিকরা রাস্তায় আছে। যে কোনও সমস্যা পাশে পাবেন।’, বললেন অভিষেক। পাশাপাশি জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই’।সর্বপরি এদিন মঞ্চে মতুয়াদের বাড়তি গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, তিনি মতুয়াদের পাশে আছেন।

