Saturday, November 15, 2025
Home আন্তর্জাতিক প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতির পাঁচ বছরের জেল!

প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতির পাঁচ বছরের জেল!

ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির দায়ে পাঁচ বছরের জেলের সাজা পেলেন প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি।২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টেরর দায়িত্ব সামলানো সারকোজির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল আগেই। অভিযোগ ওঠে একাধিক সরকারি উচ্চ পদে তিনি নিজের ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য একাধিক ব্যাক্তিকে অন্যায় ভাবে নিয়োগ দিয়েছেন।পাশাপাশি ২০০৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রচারের সময় ব্যয় সংক্রান্ত একটি মামলা চলছিল সারকোজির বিরুদ্ধে।সাজা ঘোষণার পর প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টকে এ বার বিচ্ছিন্ন ভাবেই দিন কাটাতে হবে। তাঁকে সম্পূর্ণ একা একটি সেলে থাকতে হবে। রায় শোনার পর নিকোলাস জানিয়েছেন ”আমি কারাগারকে ভয় পাই না। জেলের অন্দরেও আমি মাথা উঁচু করেই রাখব।”

RELATED ARTICLES

Most Popular

Recent Comments