বর্তমান সময়ে আমেরিকা কতৃক চাপিয়ে দেয়া শুল্ক এবং মার্কিন রাষ্ট্রপতির ভারতকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করা নিয়ে যখন উত্তাল গোটা বিশ্ব অর্থনীতি ঠিক সেই সময়ে বৃহস্পতিবার মুম্বইয়ে সাক্ষাৎ করেন মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৈঠকের পর ভারতীয় অর্থ নীতির দরাজ প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যথা সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মোদি-স্টার্মার। নাম না করে ট্রাম্পকে কটাক্ষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “ভারতে আসার পর আমি সবকিছুই ইতিবাচক দেখছি। নয়াদিল্লি ক্রমেই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। আমরা তাদের এই যাত্রার অংশীদার হতে চাই।” পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই প্রশংসা আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে।
ভারতের এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের অর্থনীতির প্রশংসা করলেন!
RELATED ARTICLES

