Saturday, November 15, 2025
Home বাংলা শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেই তথ্য প্রমান নষ্ট হওয়ার আশঙ্কা করছে ইডি

শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেই তথ্য প্রমান নষ্ট হওয়ার আশঙ্কা করছে ইডি

গ্রেপ্তার হয়ার পরেই তড়িঘড়ি শেখ শাহজাহানকে কোর্টে পেশ করা হয়। আপাতত ১০ দিন শাহজাহান থাকবেন ভবানীভবনে। পুলিশের হেপাজতে। ঠিক এই রায় আসার সাথে সাথেই নড়ে চড়ে বসলো ইডি। তাদের আশঙ্কা এই সময়ের মধ্যে পুলিশ হেফাজতে শাহজাহানের বহু গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হয়ে যেতে পারে। এই আশঙ্কাপ্রকাশ করে আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।রেশন দুর্নীতি মামলায় যে তদন্ত চলছিল, যে সূত্রে শাহজাহানকে বাগে পেতে এত তৎপরতা বলে মনে করা হচ্ছে।শাহজাহান এর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলো ইডি। সেই তদন্ত আবার শুরু করতে শাহজাহানকে তাদের জিম্মায় চায় ইডি। এই নিয়ে আদালত এখনো মতামত প্রকাশ করেনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments