বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে উঠেছিলেন ফাইনালে কিন্তু শেষ রক্ষা হলোনা।৫০ কেজি বিভাগে লড়াই করা বিনেশের ওজন ১০০ গ্রাম বেশি। তাই তাঁকে বাতিল করা হয়। অলিম্পিক্সে যেই তিনটে ম্যাচ তিনি খেলেছেন সেই তিনটে ম্যাচও বাতিল করা হয়। ফলে তাঁর পক্ষে আর খেলা সম্ভব হবে না।এই খবর জানা মাত্রই জ্ঞান হারান তিনি এবং দ্রুত তার চিকিৎসা শুরু হয়। তবে অলিম্পিক কমিটির কাছে বিষয়টি পুনরবিবেচন করার আবেদন জানায় ভারত সরকার।বিষয়টি নিয়ে হতাশ ভারতীয় ক্রীড়া মহল।
একশো গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিকে পদক হাতছাড়া ভরতীয় কুস্তিগীরের
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on