সি আই ডি বার বার ডেকে পাঠাচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে। এনিয়ে বড়ো চক্রান্তর আশঙ্কা করলেন তিনি। তার কথায় “অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, মতো আরো চারজন বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে।” এর পর তাঁর আরও বিস্ফোরক দাবি,”আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।”তিনি আরো বলেন রাশিয়া থেকে এক ধরণের কেমিকাল আমাদানি করা হয়েছে যা প্রয়োগ করলে ধরে ধরে একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। নিরাপত্তার ঘেরাটপে থাকার জন্য সরাসরি তাকে মারা সম্ভব নয় তাই হয়তো এই বিষ প্রয়োগ হতে পারে।