📢 আর্যভট্ট ফাউন্ডেশনের ১৬ তম বার্ষিক সমাবেশ
(আনন্দ হি কেবলম এর একটি ইউনিট)
📍 স্থান: উৎসব মঞ্চ, কাঁকুড়গাছি
🗓 সময়সূচী:
📅 ৩০ জুলাই – সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
📅 ৩১ জুলাই – দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত (কনফারেন্স)
🎊 অনুষ্ঠান সূচি:
👳♂ অভিজ্ঞ পুরোহিত, 🔮 জ্যোতিষী, এবং 🧘♂ তান্ত্রিকদের সম্মাননা ও উপাধি প্রদান
🎓 আর্যভট্ট ফাউন্ডেশনের ছাত্র-ছাত্রীদের উপাধি ও সম্মান প্রদান
৩০ ও ৩১ জুলাই লাঞ্চ এবং স্ন্যাকস এর ব্যবস্থা থাকছে 🥗🍚
☕ সাথে থাকছে সান্ধ্যকালীন চায়ের আয়োজন
💵 রেজিস্ট্রেশন ফি: ₹৫০০ মাত্র
🪑 আসন সংখ্যা সীমিত
রেজিস্ট্রেশন লিংক ঃ- https://aryabhattafoundation.in/
🙏 সবার উপস্থিতি একান্ত কাম্য