আরো নৃশংস হত্যা কাণ্ডের সাক্ষী থাকলো মার্কিন যুক্তরাষ্ট্র। এমেরিকার বাসিন্দা ২১ বছরের এক যুবক ধারল ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করলেন নিজের মা-কে। গর্ভধারিণী ‘বিরক্ত’ করায় খুন করে তাঁকে চুপ করান মেধাবী ছেলে।খুন হয়েছেন বছর ৪৬-এর এলভিয়া এসপিনোজা। হত্যাকারী ২১ বছরের ছেলে ইমানুয়েল এসপিনোজা। যিনি মেডিক্যাল কলেজের হস্টেলে থেকে পড়াশোনা করছিলেন।অতীত অপরাধের রেকর্ড নেই ইমানুয়েলের, মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা যায়নি। নজিরবিহীন এই মামলায় মাকে হত্যায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।ইমানুয়েল জানিয়েছেন, মাকে তিনি খুব ভালোবাসতেন। তবে কেনো তার এই বিরক্তি আর কেনই বা খুন তা এখনো স্পষ্ট নয়।
নিজের মাকে খুন করে আত্মসমর্পন করলো মেধাবী ছেলে
RELATED ARTICLES