সাধারণত নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ পায় বঙ্গ বাসি। তবে এবছর ব্যতিক্রম। শীতের দেখা নেই। উল্টে এখনো রয়ে গেছে গরম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীতের জন্যে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষাই করতে হবে। আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই মিললেও নিম্নচাপের প্রভাবে বাংলার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। সব মিলিয়ে এতো উষ্ণ অক্টোবর দেখেনি কলকাতা। আশঙ্কা গোটা নভেম্বরেও ভালো ঠান্ডা পড়ার আশা নেই। উল্টে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত মিলেছে।তাই আগামী দিনে আবার বৃষ্টির ভ্রূকুটি রয়েই যাচ্ছে।ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে সরছে। তার সামান্য প্রভাব থাকছে বাংলায়। উত্তর বঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

