না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা নিকেতন ধীর বিনোদন দুনিয়া তাকে কর্ণ চরিত্রেই মনে রাখবে। বি আর চোপড়ার মহাভারতে কর্ণরিং চরিত্রে দর্শকমনে বিশেষ ছাপ ফেলেছিলেন পঙ্কজ। দীর্ঘদিন ক্যান্সার এর সাথে লড়ছিলেন। মাঝে কিছুটা সুস্থ্য হলেও আবার অসুস্থ্য হয়ে যান তিনি। অবশেষে।বুধবার তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বলিমহলে। আজ সন্ধেয় মুম্বইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে শেষকৃত্য হয় অভিনেতার। সেখানেই ‘কর্ণ’কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলে বলিউড এর তারকারা। শুটিং বন্ধ রেখে উপস্থিত হন সালমান খান।উপস্থিত ছিলেন মহাভারতের অন্যান্য কাস্টরাও। সবাই চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান।

