কিছুদিন আগেই উত্তর বঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত হন বহু মানুষ। ত্রাণ তাহবিলে ইতিমধ্যে সাহায্য করেছেন বহু মানুষ। এবার সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করলেন এক প্রাক্তন শিক্ষিকা। মঙ্গলবারই এই জন্য তিনি চেক তুলে দিয়েছেন হুগলি জেলার বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীর হাতে।শিক্ষিকা প্রীতিকণা মজুমদারের বয়স ৮৬ বছর।তিনি বাঁশবেড়িয়ার বাসুদেবপুর প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষিকা। নিঃসন্তান এই প্রাক্তন শিক্ষিকা বর্তমানে একাই থাকেন। তার এই অনুদান সব মহলেই প্রশংসা পাচ্ছে।তার প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন ” আমি কোনও রাজনীতি বুঝি না। দেশ এং দশের জন্য কাজই আসল কাজ।”

