হামাসের হাতে প্যালেস্টাইন এর বন্দীদের মৃত্যুর খবর প্রায় শোনা যায় এবার নিহত হলেন নেপালের এক হিন্দু বন্দী।ইজরায়েলে হামাসের হামলায় বাকিদের সঙ্গেই পণবন্দি হয়েছিলেন একমাত্র হিন্দু যুবক বিপিন যোশী। আশা থাকলেও শেষ রক্ষা হলোনা।শান্তি চুক্তির অধীনে অবশেষে তাঁর মৃতদেহ ফেরাল হামাস। নেপালের ওই যুবকের মৃত্যুর কথা প্রকাশ্যে আনা হয়েছে সোমবার। ইজরায়েল সেনার তরফে তাঁর এক ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে যুদ্ধ বন্দীদের উপর হামাসের অত্যাচার সামনে আসে।দাবী করা হচ্ছে ওটাই ওই যুবকের শেষ জীবন্ত অবস্থার ভিডিও।

