কিছুদিন আগেই বিজেপির এক বিধায়ক এবং সাংসদ উত্তর বঙ্গে গিয়ে আক্রান্ত হয়। সেই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। আজ ফের উত্তর বঙ্গে হেনস্থা হতে হলো আরেক বিজেপি নেত্রীকে। আজ তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।সোমবার দুর্গাপুরের ‘গণধর্ষণে’র ঘটনা নিয়ে তুফানগঞ্জ এলাকায় যান বিজেপির বিধায়ক।থানা ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণের কথা ছিলো । সেই কর্মসূচিতে যোগ দিতে বিজেপি পার্টি অফিসে উপস্থিত হন বিজেপি নেতৃত্ব সহ বিধায়ক মালতী রাভা রায়।সেখানেই তৃণমূলের তরফে বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান তোলা হয়।সেই নিয়ে উত্তেজনার তৈরি হয় তুফানগঞ্জ শহরের বিজেপি পার্টি অফিসের সামনে ধাক্কা ধাক্কি হয়।বিজেপির দলীয় কর্মী এবং সমর্থকদের ব্যপক মারধর করেছে তৃণমূল এমন অভিযোগ করা হয় বিজেপির তরফে।

