Friday, November 14, 2025
Home দেশ ভেঙ্কাটেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত একাধিক, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

ভেঙ্কাটেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত একাধিক, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

শনিবার একাদশী তিথি উপলক্ষে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন বহু ভক্ত। মাত্রাছাড়া ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।তারপরই ঘটে যায় এক দুর্ভাগ্যজনক ঘটনা।অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রনের বাইরে গেলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।ধাক্কাধাক্কি এবং দৌড়াদৌড়িতে অনেকেই মাটিতে পড়ে যান। তারমধ্যে পদপিষ্ঠ হন অনেকেই।মৃত বারো জনের বেশি এবিং আহত হয়েছেন আরও তিরিশ জন।দ্রুত উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।মৃত দের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেয়া হবে বলে ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments