শুক্রবার তেলেঙ্গানার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। দীর্ঘ দিন ধরেই রাজ নীতি তে সক্রিয় আজহার। সামলেছেন সাংসদ পদ। ছিলেন কংগ্রেসে।তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সামনেই শপথ বাক্য পাঠ করেন প্রাক্তন তারকা ক্রিকেটার। তবে আপাতত নিদ্দিষ্ট কোনো মন্ত্রক ঘোষণা করা হয়নি তার জন্য।শপথ নেয়ার পর আজহার জানান ” জাতীয় দলের জার্সিতে আমার অভিষেক হয়েছিল ৩১ ডিসেম্বর। আজও ৩১ তারিখ। মনে হচ্ছে জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল।”বিরোধীরা অবশ্য আজহারের মন্ত্রীত্ব লাভ কে কটাক্ষ করে তোষণের রাজনীতির অভিযোগ তুলছেন।তবে নিঃসন্দেহে আজহারউদ্দিন এর জীবনে এটি ঐতিহাসিক মুহূর্ত এবং দ্বিতীয় বড়ো ইনিংস।

