সম্প্রতি আর জি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে জহর সরকার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পরে ওই আসন খালি হয়ে গিয়েছিল। এ বার সেই আসনেই ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল। সিপিএম থেকে তৃণমূলে আসা ঋতব্রত এই মুহূর্তে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি।
এক্স হ্যান্ডলে তৃণমূলের তরফে এই ঘোষণার কথা জানানোর পরেই ঋতব্রতকে অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন।‘ঋতব্রত দীর্ঘদিন ধরে সংগঠনকে শক্তিশালী করার কাজ করেছেন। শ্রমিকদের হয়ে লড়াই করেছেন। সময় লাগতে পারে কিন্তু দায়বদ্ধতা, পরিশ্রম সবসময়ে দাম দেয়।‘’বিধানসভায় তৃণমূলের যা সদস্য সংখ্যা, তাতে ঋতব্রতর রাজ্যসভার মনোনীত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা তাই ইতিমধ্যে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে সব মহল থেকে।