Monday, December 30, 2024
Homeবাংলাহাতির হামলায় তিন দিনে মৃত চার!

হাতির হামলায় তিন দিনে মৃত চার!

গত তিন দিনে জলদাপাড়া এলাকায় চার জন হাতির হানায় মারা গেলেন। এলাকায় স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ।আজ শনিবার সকালে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিমা নদীর ধারে মৃতদেহ উদ্ধার হল। মৃত ব্যক্তির নাম গুঞ্জমান রাভা।শুক্রবার ওই ব্যক্তি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।তার মৃত্যুতে ভেঙে পড়ছে তার পরিবার।কিছুদিন আগেই এই এলাকায় গ্রামের বাড়িঘর ভেঙে তছনছ করে। চাল, ধানও খেয়ে ছড়িয়ে নষ্ট করে।সম্প্রতি ১৩ থেকে ১৬ টি হাতি জঙ্গল থেকে বেরোয় তারাই এই ঘটনা ঘটাচ্ছে বলে দাবী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments