এক দেশ এক ভোট বিজেপির দীর্ঘ দিনের এজেন্ডা। এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে এগিয়েও চূড়ান্ত মুহূর্তে কিছুটা পিছিয়ে গেলো বিজেপি।প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছিল। এক দেশ, এক ভোট নিয়ে এর আগে প্রতিবাদে মুখর হয়েছে কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলি।এই পরিস্থিতিতে শীত কালীন অধিবেশনে আগামী সোমবার বিলটি পেশ হওয়ার কথা ছিলো সংসদে। তবে আপাতত তা হচ্ছে না।সোমবারের চূড়ান্ত তালিকায় ওই বিলটি রাখা হয়নি। সংসদের চলতি অধিবেশন ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে তাই বিলটি শীত কালীন অধিবেশনে পাশ হবে কিনা তা নিশ্চিত বলা যাচ্ছেনা।বহুদিন ধরেই ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এর ফলে নির্বাচনী ব্যবস্থার সরলিকরণ এবং ব্যয় কমানো সম্ভব।