গত জুলাই মাসে হামলা হয়েছিল বিখ্যাত কপিল শর্মার কানাডার ক্যাফেতে।সেবার বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত লাড্ডি গ্যাং-ই এদিন হামলা চালিয়েছিল সেসময়ে। আবার গত আগস্ট মাসে কানাডায় নতুন করে পথচলা শুরু করে কপিল শর্মার ক্যাফে। তবে ফের আজ নতুন করে গুলি চালানোর ঘটনা ঘটে কপিল শর্মার ক্যাফেতে। বাইরে তিন রাউন্ড মতো গুলি চলেছে বলে জানা যাচ্ছে।এবার ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত বিষ্ণই গ্যাং। এর আগে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় নাম জড়ায় এই গ্যাং এর তবে এখনও পর্যন্ত কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফের কপিল শর্মার ক্যাফেতে চললো গুলি!
RELATED ARTICLES

