একটা শো করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে টানা দুদিন নিরুদ্দেশ থাকার পর বাড়ি ফিরলেন সুনীল পাল।স্ত্রীর অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে পুলিশি তৎপরতায় কয়েক ঘণ্টা পর তাঁর খোঁজ মেলে। এবং মুম্বইয়ে নিজের বাড়িতেও ফিরে আসেন সুনীল। পুলিশের কাছে অভিনেতা জানিয়েছিলেন তাঁকে অপহরণ করা হয়েছিল। সুনীল পুলিশকে জানান সাড়ে সাত লাখ টাকার বিনিময়ে তাকে ছাড়া হয়েছে।সুনীল আরো জানান যে অপহরণকারীরা তাঁকে মিরাটের কাছে হাইওয়েতে ফেলে রেখে চলে যায়। ২০ হাজার টাকা পকেটে দিয়ে দিয়েছিলেন যাতে তিনি ফ্লাইটে বাড়ি ফিরতে পারেন।তারপর তিনি বাড়ি ফিরে আসেন।