শীত কালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধী সাংসদরা। সংসদীয় ইতিহাসে এমন ঘটনা সম্ভবত এই প্রথম।এই অনাস্থা প্রস্তাবের পক্ষে সই করেছেন রাজ্যসভার ৭০ জন বিরোধী সাংসদ।ইন্ডিয়া জোটের অভিযোগ, সংসদের উচ্চকক্ষে শাসক শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট জগদীপ ধনখড়। যে ভাবে বিরোধী সাংসদদের ভাষণের সময়ে বাধা দেওয়া হয় তা কার্যত নজিরবিহীন। তিনি এই সাংবিধানিক আসনে বসে প্রচ্ছন্ন ভাবে শাসক দলের হয়ে কাজ করছেন এমন অভিযোগ ও করা হচ্ছে।বাদল অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যানের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল তবে তখন তা স্থগিত রাখা হয়।