অতিমারীর পর থেকে দেশে বাড়ছে হৃদ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা।তরতাজা যুবকের হঠাৎ মৃত্যু! অতিমারির পর গত কয়েক বছরে দেশের নানা প্রান্তে এমন অসংখ্য ঘটনা প্রকাশ্যে এসেছে।নানা মহলে অভিযোগ উঠছে করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটছে।বিরোধী দল গুলি এই ইস্যুতে কেন্দ্র সরকারকে নিশানা করছে। এমন পরিস্থিতিতে আজ আইসিএমআরের এক রিপোর্ট তুলে ধরে সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানালেন, এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং ভ্যাকসিনের জেরে করোনার ঝুঁকি কমেছে।