অসমে ঐতিহ্যবাহী মহিষের লড়াই ও বুলবুলির লড়াই এবার বন্ধ হয়ে যেতে চলেছে আদালতের নির্দেশে।গত বছর বিহু উৎসব উপলক্ষে মহিষ ও বুলবুলির লড়াই চালু করার অনুমতি দিয়েছিল অসম সরকার।সেই বছর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার আদালতে এই উৎসবের পক্ষে সওয়াল করে। তবে রায়ের বিরুদ্ধে পুনরায় আদালতে যায় পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস’ তথা ‘পেটা’ তাদের মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাই কোর্ট।প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে তামিলনাড়ুর পোঙ্গল বা নবান্ন উত্সবের অন্যতম আকর্ষণ ‘জাল্লিকাট্টু’কে নিষিদ্ধ করেছিল শীর্ষ আদালত।